১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অবৈধভাবে চলছে ৬০ ভাগ ইটভাটা : মন্ত্রী

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই চলছে দেশের ৬০ ভাগ ইটভাটা। - ছবি : ইউএনবি

দেশের প্রায় ৬০ শতাংশ ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংসদে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে (জুন ২০২২) মোট ইটভাটার সংখ্যা ৭ হাজার ৮৮১টি। এর মধ্যে ৩ হাজার ২৪৮টি বৈধভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু পরিবেশগত ছাড়পত্র ছাড়াই চলছে ৪ হাজার ৬৩৩টি ইটভাটা।

তিনি বলেন, ৪১ দশমিক ২ শতাংশ ইটভাটা বৈধ এবং ৫৮ দশমিক ৮ শতাংশ অবৈধ।

শাহাব উদ্দিন বলেন, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ১ হাজার ৭৭২টি অভিযান চালিয়ে ৩৩৭টি ইটভাটা থেকে ৭৭ দশমিক ৬২ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ৯০৭টি ইটভাটা বন্ধ এবং ৮০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের শহরগুলোতে প্রতিদিন প্রায় ৩০ হাজার টন কঠিন বর্জ্য তৈরি হয়।

২০২৫ সালে দৈনিক বর্জ্যের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৪৭ হাজার টনে।

মন্ত্রী বলেন, কঠিন বর্জ্যের প্রায় ১০ শতাংশই প্লাস্টিক।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement