২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

নারী স্পিকারদের সম্মেলনে যোগ দিতে তাসখন্দের উদ্দেশে শিরীন

নারী স্পিকারদের সম্মেলনে যোগ দিতে তাসখন্দের উদ্দেশে শিরীন - ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্লামেন্টের নারী স্পিকারদের ১৪তম সম্মেলনে যোগ দিতে তাসখন্দের উদ্দেশে রওনা হয়েছেন।

বুধবার তাসখন্দের উদ্দেশে তিনি রওনা হন।

উজবেকিস্তানের অলি মজলিসের (সুপ্রিম অ্যাসেম্বলি) সহযোগিতায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আহ্বানে দু’দিনের শীর্ষ সম্মেলন বৃহস্পতিবার রাজধানী তাসখন্দে শুরু হবে।

শিরীন শারমিন উক্ত সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন এবং মহামারী পরবর্তী বৈশ্বিক পুনরুদ্ধারের ঝুঁকি, প্রযুক্তি সম্পর্কিত ঝুঁকি প্রতিরোধ এবং মানবাধিকার সংরক্ষণ ও একটি হাই-টেক বিশ্বে লিঙ্গ সমতার মতো বিষয়গুলোতে আলোকপাত করবেন।

সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিরীন শারমিনের ১১ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement