২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কারা অর্থ পাচার করে জানি না, একটি তালিকা আমাকে দেন : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী এএইচএম মোস্তফা কামাল - ফাইল ছবি

অর্থমন্ত্রী এএইচএম মোস্তফা কামাল বলেছেন, দেশ থেকে প্রকৃতপক্ষে কারা অর্থ পাচার করছেন তিনি জানেন না এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের অর্থ পাচারকারীদের তালিকা তার কাছে দিতে বলেন।

তিনি বলেন, ‘আমি অর্থ পাচার করি না। আমি বিশ্বাস করি আপনারাও করেন না। আপনারা যদি একটি তালিকা না দেন তাহলে আমি কী করে জানব কারা অর্থ পাচার করছেন!’

শনিবার জাতীয় সংসদে ব্যাংকার’স বুক এভিডেন্স বিল-২০২১ এর ওপর আলোচনাকালে বিরোধী দলীয় সংসদ সদস্যদের তোপের মুখে পড়ে এসব কথা বলেন তিনি।

স্বাধীনতার পর থেকে বর্তমানে দেশে খেলাপি ঋণ সর্বনিম্ন রয়েছে বলেও দাবি করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘২০০৬ সালে মোট খেলাপি ঋণ ছিল ১৩ দশমিক ১৫ শতাংশ। সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ এক লাখ এক হাজার ১৫০ কোটি টাকা। এটা আট দশমিক দুই শতাংশ যা সর্বনিম্ন।’

বিলের ওপর আলোচনাকালে বিরোধীদলীয় সংসদ সদস্যরা অভিযোগ করেন, দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এ নিয়ে তারা অর্থমন্ত্রীর জবাব চান এবং এ বিষয়ে নজরদারি করতে একটি ব্যাংকিং কমিশন গঠনের দাবি জানান।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement