২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস অ্যাক্ট করার উদ্যোগ নিয়েছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস অ্যাক্ট করার উদ্যোগ নিয়েছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
বৃহস্পতিবার সংসদে বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। - ছবি : সংগৃহীত

দেশের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বিষয়ে সরকার একটি আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী (ভোলা-৩) প্রশ্ন করেন, অনেক চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করে তাদের ইচ্ছামতো অনৈতিক ফি আদায় করেন। চিকিৎসকদের ফি নির্ধারণে সরকারের কোনো আইন প্রণয়নের পরিকল্পনা আছে কি?

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, সরকার চিকিৎসকদের জন্য প্রাইভেট প্র্যাকটিস অ্যাক্ট করার উদ্যোগ নিয়েছে।’

এছাড়া বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের (বগুড়া-৬) এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা হাসপাতালে মাদকাসক্ত রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হবে।

তিনি আরো বলেন, মাদকাসক্ত রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিটি জেলা সদর হাসপাতালে আলাদা ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদের (ময়মনসিংহ-১১) এক পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে নকল ও ভেজাল ওষুধ বিক্রি রোধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

জাহিদ মালেক বলেন, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত এক বছরে নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ হাজার ৭১৫টি মামলা করা হয়েছে এবং ৭ কোটি ৫৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

চলতি বছরে (নভেম্বর পর্যন্ত) ৪৬টি ওষুধ ফার্মের লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং ১৪টি ওষুধ ফার্মের সব ধরনের পণ্য উৎপাদন ও বিপণন বন্ধ করা হয়েছে।

অন্যদিকে, জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের (কিশোরগঞ্জ-৩) এক প্রশ্নের জবাবে জেলা পর্যায়ের হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানবিক ভিত্তিতে দগ্ধ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ধীরে ধীরে জেলা শহরের হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।’

জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার (রংপুর-১) এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পেইং-বেডের ব্যবস্থা নেই। তবে সেখানে রোগীদের জন্য ফ্রি-বেড রয়েছে। এ বিষয়ে জাহিদ মালেক আরো বলেন, এ ধরনের পেইং-বেড ব্যবস্থা চালু করার এখনই কোনো পরিকল্পনা নেই সরকারের। ‘তবে বিষয়টি ভবিষ্যতে বিবেচনা করা হবে।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
শরীয়তপুরে তৃষ্ণার্ত মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ জামায়াতের এক শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী নয় : শিক্ষা প্রতিমন্ত্রী নজিরবিহীন দুর্নীতির মহারাজার আত্মকথা ফতুল্লায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নির্মাণকাজ বন্ধ, মারধরে আহত ২, মামলা পার্বত্যাঞ্চলে সেনাবাহিনী: সাম্প্রতিক ভাবনা গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে টিকটক করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু তানজানিয়ায় বন্যায় ১৫৫ জনের মৃত্যু বাংলাদেশসহ এশিয়ার ৩ দেশে কাতার আমিরের সফরে কী লাভ ও উদ্দেশ্য? মধুখালীর ঘটনায় সঠিক তদন্ত দাবি হেফাজতের ফর্মে ফিরলেন শান্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে পুলিশে সোপর্দ যুবলীগ কর্মীদের, নিন্দা গোলাম পরওয়ারের

সকল