২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সংসদে ট্রাভেল এজেন্সি রেগুলেশন বিল উত্থাপন

- সংগৃহীত

প্রস্তাবিত আইনের অধীনে যেকোনো বিধান লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানার বিধি রেখে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধনী) বিল, ২০২০ সোমবার সংসদে উত্থাপন করা হয়েছে।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিলটি উত্থাপন করেন এবং পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি সংশ্লিষ্ট কমিটিতে প্রেরণ করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিলের বিধানে বলা হয়েছে, কোনো ট্রাভেল এজেন্সি মেয়াদ শেষ হওয়ার পরেও ছয় মাসের মধ্যে জরিমানা দিয়ে লাইসেন্স নবায়ন, দেশ-বিদেশে শাখা অফিস খোলা এবং মালিকানা হস্তান্তর করতে পারবে।

এতে আরও বলা হয়, কোনো ট্রাভেল এজেন্সি যদি রিক্রুটিং এজেন্সি হিসেবে কাজ করে তবে এটি অপরাধ বলে বিবেচিত হবে এবং এ জন্য এজেন্সিকে জরিমানা করা হবে।

কোনো ট্রাভেল এজেন্সি যদি রিক্রুটিং বা ভিসা সংক্রান্ত কাজ করতে চায়, তাহলে সে জন্য আলাদা লাইসেন্স নিতে হবে। ইউএনবি


আরো সংবাদ



premium cement