২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

সংসদ সবিচালয়কে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী দিয়েছে নৌবাহিনী

সংসদ সবিচালয়কে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী দিয়েছে নৌবাহিনী - সংগৃহিত

করোনা মোকাবেলায় সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়েছে।

বুধবার নৌবাহিনীর পক্ষে ক্যাপ্টেন এম আক্তার হাসান সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম নুরুজ্জামান ও প্রধান চিকিৎসা কর্মকর্তা আরিফুল হকের নিকট জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করেন।

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপবৃন্দ, সংসদ সদস্যসহ সংসদে কর্মরত সকল ব্যক্তিবর্গের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে দুই হাজার ৮০০ পিস মাস্ক, এক হাজার ৩০০ সেট হ্যান্ড গ্লাভস, ১২০ পিস পিপিই, ৭০ পিস বিশেষ নিরাপত্তা চশমা, ১২০ পিস হ্যান্ড স্যানিটাইজার, ১১০ পিস ফেস শিল্ড, ৯ পিস আইআর থার্মোমিটারসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী দেওয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement