১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ঢামেকে একমাসে থাকা-খাওয়ার বিল ২০ কোটি টাকা, খতিয়ে দেখবে সরকার

ঢামেকে একমাসে থাকা-খাওয়ার বিল ২০ কোটি টাকা, খতিয়ে দেখবে সরকার - ছবি : সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা বরাদ্দের বিষয় খতিয়ে দেখবে সরকার।

সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঢামেকের খাবারের বিল নিয়ে প্রশ্ন তুলেন।

আলোচনায় অংশ নিয়ে জিএম কাদের ঢামেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকা-খাওয়ায় ২০ কোটি টাকা ব্যয়ের হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ব্যয়ের হিসাব কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। ‘আমরা তদন্ত করে দেখছি এত অস্বাভাবিক কেন হলো? এখানে কোনও অনিয়ম হলে থাকলে আমরা তার ব্যবস্থা নেবো।’

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর সোমবার জানিয়েছে, গত ১৮ মার্চ দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর পর থেকে এ সময়ের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত রোগের সংখ্যা বেড়েছে ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে দাড়িয়েছে এবং ১৭৮৩ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement