হাইকোর্ট বিভাগের আইনজীবীদের ১৫তম ব্যাচের নতুন কমিটি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ মে ২০২৪, ১৯:২৫
হাইকোর্ট বিভাগের আইনজীবীদের ১৫তম ব্যাচের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভিকে আহ্বায়ক ও অ্যাডভোকেট তামান্না আফরিনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্য কর্মকর্তা ও সদস্যরা হলেন- মো: জসিদুল ইসলাম জনী ট্রেজারার, আসিফ আক্তার রুমেল দফতর সম্পাদক। কার্যনির্বাহী সদস্য হলেন- নজরুল ইসলাম ছোটন, নূসরাত ইয়াসমিন, তামান্না খানম, রুহুল আমিন ও হেললা উদ্দিন।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে প্লাটিনাম লঞ্জে আজ ১৫তম ব্যাচের নতুন কমিটি গঠন করা হয়।
সভায় বিদায়ী কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জুলফিকার আলী ভুট্টু, সদস্য সচিব আল ফয়সাল সিদ্দিকীসহ ১৫ ব্যাচের অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস