১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, ডিইউজের নিন্দা

ডিইউজের সভাপতি সোহেল হায়দার ও সম্পাদক আকতার হোসেন - ফাইল ছবি।

এফডিসিতে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

এক বিবৃতিতে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যে বর্বরোচিত হামলার শিকার হলেন তা অত্যন্ত ন্যাক্কারজনক ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।

বিবৃতিতে তারা অপরাধীদের কঠোর শাস্তি দাবি করে ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু তদন্ত নিশ্চিতের পাশাপাশি আহতদের সু-চিকিৎসাসহ ক্ষতিপূরণও দাবি করেন।

গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শিল্পী সমিতির আমন্ত্রণে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।

এতে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ২৪ জন পেশাদার সাংবাদিক গুরুতর আহত হন।

 

 

 


আরো সংবাদ



premium cement