১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকাস্থ রংপুর ছাত্রফোরামের সভাপতি মাহিন, সম্পাদক ইমরান

সভাপতি মতিউর রহমান মাহিন ও সেক্রেটারি ডিএম ইমরান - ছবি : সংগৃহীত

ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত রংপুরের শিক্ষার্থীদের সংগঠন‘ঢাকাস্থ ছাত্রফোরামের’ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী এক বছরের (২০২৪ সালের) জন্য সভাপতি হিসেবে মতিউর রহমান মাহিন, সহ-সভাপতি মো: সোহাগ মাহমুদ ও সাধারণ সম্পাদক ডিএম ইমরান নির্বাচিত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) রাজধানীর গুলশানের শাহজাদপুরে একটি রেস্তোরাঁয় এ নির্বাচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফোরামের স্থায়ী কমিটির সদস্য মীর মেহেদী হাসান মাসুদ ও হাসিবুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আনোয়ারুল ইসলাম রাজু।

14 (5)

বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা মোশাররফ হোসেন, মোকছেদ আলী, ঢাকাস্থ লালমনিরহাট ছাত্রফোরামের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, পীরগাছা সোসাইটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, ঢাকাস্থ ছাত্রফোরামের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান মাসুদ ও হাসিবুর রহমান, সাবেক সেক্রেটারি বেলায়েত হোসেন শান্ত প্রমুখ।

নতুন এই আংশিক কমিটি আগামী একমাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবেন বলে অধিবেশনে সিদ্ধান্ত গৃহীত হয়।

 


আরো সংবাদ



premium cement