০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বিভিন্ন জেলায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ


সরকার মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করতে পারছে না। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতা কর্মী ও উলামায়ে কেরামের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ডে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো: খায়রুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মো: হোসেন আলীর সঞ্চালনায় মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আফজাল হোসাইন, মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি মো: মহিউদ্দিন, মহানগর শিবির সভাপতি আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

সমাবেশে জামায়াত নেতারা বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত বর্তমান সরকার নিশি রাতে ভোট চুরি করে ক্ষমতায় আসে। ভোটার বিহীন সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তাই জনগণের দুঃখ কষ্ট লাঘবের পরিবর্তে নিজেদের ভাগ্য গড়া নিয়ে তারা ব্যস্ত। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের টাকা হরণ করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে ও বিলাসবহুল বাড়ি-ঘর তৈরি করছে। ক্রমাগত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ জনগণ দিশেহারা। চাল, ডাল, তেল, চিনি আলু ও পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালের বাহিরে। সরকার মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করতে পারছে না। চারদিকে ভুখা নাঙ্গা অভাবী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ব্যর্থ ও লুঠেরা দুর্নীতিবাজ সরকারকে দেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকারের হঠকারী ভূমিকার কারণে যদি কোন অশুভ শক্তি ক্ষমতায় আসলে তার দায়ভার আওয়ামী লীগকে নিতে হবে। অবিলম্বে সংসদ বিলুপ্ত এবং পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের গণদাবী মেনে নিতে হবে। অন্যথায় জনতার রুদ্র রোষ থেকে রেহায় পাবেন না।

জামায়াত নেতারা আরো বলেন, এই সরকার জামায়াতের দেশপ্রেমিক মানবতাবাদী নেতাদের এবং উলামায়ে কেরামকে অন্যায়ভাবে আটক করে জেলে বন্দী করে রেখেছে। ফ্যাসিস্ট সরকার দেশপ্রেমিক নেতাদেরকে বন্দী করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। অবিলম্বে আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিনসহ উলামায়ে কেরাম এবং সকল রাজবন্দির মুক্তি এবং দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

রাজশাহী জেলা পশ্চিম
কেন্দ্র ঘোষিত কর্মসূচি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াতসহ রাজনৈতিক নেতা-কর্মী, উলামা মাশায়েখের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী জেলা পশ্চিম এর বিক্ষোভ মিছিল শেষে জেলা উলামা সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, মুন্ডুমালা পৌরসভা ও মোহনপুর উপজেলা আমির যথাক্রমে মাওলানা আনিসুর রহমান অধ্যাপক আব্দুল আওয়ালসহ জামায়াত শিবির নেতারা।

বিক্ষোভ মিছিলটি তানোর উপজেলার তানোর পৌরসভার তালন্দ বাজারের বটগাছ থেকে শুরু হয়ে তালন্দ খেলার মাঠে গিয়ে শেষ হয়।

নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এবং আলেম-ওলামাসহ সকল রাজবন্দীদের মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল জেলা শহর মাইজদীতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার বিএসসি বিএডয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা নিজাম উদ্দিন ফারুক।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অন্যতম নেতা জনাব ইসমাইল হোসেন মানিক, ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি ইমরান বিন মর্তুজা, শহর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইউছুপ, শ্রমিক নেতা মাওলানা মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ মায়াজ, মাওলানা মোহাম্মদ আইয়ুব, অ্যাডভোকেট আবদুল্লাহ আল রাকিব, দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন মেম্বার প্রমুখ।

বাগেরহাট জেলা
বাগেরহাট, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল আলেম-উলামা ও সকল বিরোধী দলীয় রাজনৈতিক নেতাদের মুক্তি এবং অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বাগেরহাট জেলা সদরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব প্রদান করেন বাগেরহাট পৌরসভার আমির জেলা মজলিসে শূরা ও কর্ম পরিষদ সদস্য হাফেজ মুবারক হোসাইন।

সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর থানা সেক্রেটারি ও শূরা সদস্য জননেতা মাওলানা ফেরদৌস হোসাইন।

বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রেফতার ৮
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, ক্ষমতাসীন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে চরম দলন ও পীড়নের পথ বেছে নিয়েছে। জামায়াত নেতাদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছেন। তাদের নির্মমতা অতীতের সকল স্বৈরাচারী শাসনকে হার মানিয়েছে। একের পর এক শীর্ষ নেতাদেরকে বিচারের নামে ফরমায়েসী সাজা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে সরকার ক্ষান্ত হয়নি। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদেরকে বছরের পর বছর বিনা বিচারে কারাগারে আটকে রেখেছে।

তিনি বলেন, দেশব্যাপী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বায়বীয় মামলা দিয়ে গ্রেফতার নির্যাতন চালাচ্ছে। আদালত থেকে জামিন লাভ করলেও সরকার তাদের মুক্তি না দিয়ে ফের মিথ্যা ও সাজানো মামলায় সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার দেখাচ্ছে। যা আইন ও মানবাধিকারের সুষ্পষ্ট লঙ্ঘন। সরকার গণতান্ত্রিক ব্যবস্থা, বিচার ও প্রশাসনিকসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এ অবস্থায় জাতির মুক্তির জন্য সরকারের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। দেশ ও জাতিকে বাঁচাতে এ সরকারের পতনের বিকল্প নেই। রাতের ভোটের এই সরকারকে জনগণ আর এক মুহূর্ত দেখতে চায় না। অবিলম্বে আমিরে জামায়াতসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন।

জামায়াতের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বরিশাল মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জামায়াত নেতা শফিউল্লাহ তালুকদার, মোস্তাফিজুর রহমান, শামীম কবির ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরী সভাপতি আহমদ বাইজিদ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবিরতা প্রার্থিতা ফিরে পেতে ৩য় দিনে ১৫৫ জনের আপিল নাটোর কারাগারে অসুস্থ বিএনপি নেতার রামেক হাসপাতালে মৃত্যু ঝালকাঠিতে বাস-মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ৫ ই-অরেঞ্জের প্রতারণা : ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নির্বাচনের নামে তামাশা পুরোদমে চলছে : রিজভী ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩৭ গ্রামের ২ ওয়ার্কশপমিস্ত্রিসহ ৩ বন্ধু বানালেন হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মারুফের পরিচয়পত্র পেশ তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল