১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

সাংবাদিক মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় বিএফইউজের নিন্দা-প্রতিবাদ

- ছবি : সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। 

নেতারা অবিলম্বে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী কালো আইন বাতিলের দাবি জানিয়েছেন।

শুক্রবার (১২ মে) বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এক বিবৃতিতে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার পরও দুর্ভাগ্যজনকভাবে এর অপব্যবহার বন্ধ হচ্ছে না। বরং অপকর্মের বিরুদ্ধে সমালোচনা ঠেকাতে ক্ষমতাসীনরা যে এ কালো আইনকে অস্ত্র বানিয়েছে, নারায়ণগঞ্জের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ।

জানা গেছে, শামীম ওসমানকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গত ৮ ডিসেম্বর রাতে সাংবাদিক মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলা দায়ের করে সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব (পিএস) হাফিজুর রহমান। এ মামলায় প্রথমে হাইকোর্ট থেকে দু’সপ্তাহের জামিন পান আবু সাউদ মাসুদ। পরে চার্জশিট প্রদানের পূর্বপর্যন্ত জামিন মঞ্জুর করে সাইবার ট্রাইব্যুনাল আদালত।

আরো জানা গেছে, গত বুধবার আদালতে চার্জশিট প্রদান করে পুলিশ। পরে বিবাদীর আইনজীবী আদালতে টাইম পিটিশন চাইলে আদালত তা নামঞ্জুর করে আবু সাউদ মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিবৃতিতে নেতারা আরো বলেন, সাংবাদিকের কোনো প্রতিবেদন নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার পেতে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হতে পারেন। কিন্তু ওই সবের তোয়াক্কা না করে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনে মামলায় জড়িয়ে সাংবাদিককে হয়রানি স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার জন্য চরম হুমকি। আরো দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিকদের হয়রানি না করার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বার বার অঙ্গীকার ব্যক্ত করা হলেও তার ন্যূনতম বাস্তবায়ন দৃশ্যমান নেই। যা সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করছে। 

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
ব্যর্থতার দায় নিয়ে ইসরাইলি কমান্ডারের পদত্যাগ ইউক্রেনকে রাশিয়ার আরো গভীরে হামলার অনুমতি দেবে যুক্তরাষ্ট্র! পদত্যাগ করতে রাজি : অপেক্ষার পর বললেন মমতা মধু ব্যবসায় ভাগ্য খুলেছে মুফতি হাবিবুল্লাহ জোয়ারদারের সাপের বিষের বিবর্তন ঘটছে, ভয় ধরাচ্ছে বিজ্ঞানীদের সমীক্ষা বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার : প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা ভারতে এবার ৭ বছরের মুসলিম ছাত্রের টিফিন নিয়ে বিতর্ক বঙ্গোপসাগর হয়ে মেরিন ড্রাইভ দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা সিলেটে গৃহকর্মী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার রাষ্ট্র সংস্কারের পর নির্বাচনের সিদ্ধান্ত নেবে সরকার উপদেষ্টা রিজওয়ানা শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

সকল