২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭ আশ্বিন ১৪৩০, ০৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

‘ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন স্বাধীন সাংবাদিকতার পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর’

ডা. জাফরুল্লাহ চৌধুরী। - ছবি : সংগৃহীত ও ফাইল ফটো

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম বলেছেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী ছিলেন দল-মত নির্বিশেষে সব মানুষের জন্য মুক্তকণ্ঠ ও স্বাধীন গণমাধ্যমের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর।’

বুধবার (১২ এপ্রিল) মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তী সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন। এর আগে মঙ্গলবার রাত সোয়া ১১টায় ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

বিবৃতিতে সাংবাদিক নেতারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, ‘বিএফইউজে এবং ডিইউজে ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর উপস্থিতি গণমাধ্যমকর্মীদের সাহস ও প্রেরণা যুগিয়েছে। করোনার সময় তিনি বিপন্ন মানুষের সেবায় যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন, জাতি শ্রদ্ধার সাথে তা স্মরণ রাখবে।’

তারা আরো বলেন, ‘তিনি বিভিন্ন সময় জাতির ক্রান্তিকালে কান্ডারি হয়ে পথ দেখিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ফিল্ড হাসপাতাল এবং গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা তার অন্যতম কীর্তি হয়ে আছে। এছাড়া ওষুধ নীতি প্রণয়নেও তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আলী, মহাসচিব কায়সার কামাল বিএনপির পটুয়াখালী থেকে পিরোজপুর রোডমার্চ কাল এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল শ্রীপুরে এক অপহরণকারী ও ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব বিপিএল খেলতে আগ্রহী সাড়ে ৪ শ’ বিদেশী ক্রিকেটার জাতিসঙ্ঘের আলোচনায় জলবায়ু সঙ্কট ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রাধান্য কেমন আছে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই শিশুটি ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই : ২ পুলিশসহ ৫ জন রিমান্ডে সন্তানদের বাঁচাতে চা বিক্রেতা বাবার সাহায্যের আকুতি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহায়তা দিতে ওআইসির প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান কাউখালী বাজার থেকে আলু উধাও

সকল