২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

‘দেশে টাকার চেয়ে ডলারের দরকার বেশি’

‘দেশে টাকার চেয়ে ডলারের দরকার বেশি’ - ছবি : সংগৃহীত

সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশীর (এনআরবি) উদ্যোগে ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’ শীর্ষক এক সেমিনার বক্তরা বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে টাকার চেয়ে ডলারের প্রয়োজন বেশি। এ ব্যাপারে প্রবাসীদের এক সাথে নিয়ে কাজ করতে হবে। দেশের ভাবমূর্তি উন্নয়নে বিদেশী মূলধারা রাজনীতিতে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ ও কার্যকর পদক্ষেপ জরুরি। প্রবাসী ও পিসকিপাররা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তারা বৈদেশিক মুদ্রা আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হয় এক সেমিনারে তরা এ কথা বলেন।

সেমিনারে এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে মুখ্য আলোচনা উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক সৈয়দ গোলাম মোয়াজ্জেম, সম্পদ ব্যক্তিত্ব হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর, ব্যাংকার আব্দুল হালিম চৌধুরী, বিমান বাহিনীর সাবেক প্রধান মাশিহুজজামান, সাবেক সচিব খান এম ইব্রাহিম, গবেষক ফজলুল করিম, মালয়েশিয়া বাংলাদেশ চেম্বারের সহ-সভাপতি জামিলুর রহমান, সাবেক পিসকিপার মেজর অবসরপ্রাপ্ত শেখ মাসুমুল হাসান, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি মনজুর আহমদ চৌধুরী ও ঢাকা চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট সুয়েব চৌধুরী।

মুখ্য আলোচক সৈয়দ গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে সক্ষমতা অর্জন করেছে, ভ্যাকসিন ব্যবস্থাপনায় সুশৃঙ্খল ব্যবস্থাপনা প্রদর্শন করেছে। করোনা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রেখেছে যা বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে। এ ব্যাপারে বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী সমাদৃত ও স্বীকৃত।

ব্যাংকার আব্দুল হালিম চৌধুরী জানান, করোনার সময় ব্যাংকাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রমিকদেরকে নিজ নিজ অর্থ প্রদানে অনন্য অবদান পালন করেছে। তবে তিনি নন পারফরমিং লোনের ক্ষেত্রে ব্যাংকেরদের আরো সতর্কতার সাথে ভূমিকা পালন করার প্রয়োজন আছে বলে মনে করেন। তিনি বলেন যে এর ফলে বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থায় চাপ সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ‘দেশের ভিতরে আমরা দেশের বিষয়গুলোকে নিয়ে সমালোচনা করতে পারি। কিন্তু দেশের বাইরে স্বদেশের ভালো ব্যবস্থাপনা ও সুন্দর জিনিসগুলোর প্রচার করা প্রয়োজন।’

অনেক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো বলে মন্তব্য করেন তিনি।

এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব সরকারের। সরকারের উচিত বিদেশের মাটিতে বাংলাদেশীদের ঐক্যভাবে দেশের প্রয়োজনে কাজের ক্ষেত্র প্রস্তুত করা। এ ব্যাপারে মিশনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসে দলাদলি করে আমরা নিজেদের শক্তি ক্ষয় করছি। এ শক্তি যৌথভাবে একমত হয়ে দেশের প্রয়োজনে ব্যবহার করা উচিত।’

সকলকে এ ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আরো সংবাদ



premium cement
জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে

সকল