১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ফিলিস্তিনে সাংবাদিক হত্যা, বিএফইউজের শোক ও উদ্বেগ

- ছবি : সংগৃহীত

গাজায় জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বাহিনীর গুলিতে প্যালেস্টাইন সাংবাদিক শিরিন আবু আকলেহের মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

বিএফইউজের পক্ষে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, শিরিন আবু আকলেহ সাংবাদিক পরিচিতির ইউনিফর্ম পরে পেশাগত দায়িত্ব পালনের সময় ইসরাইলি সেনানা সরাসরি তার মাথায় গুলি চালায়।

জর্ডানের বিশ্ববিদ্যলয় থেকে সাংবাদিকতায় ডিগ্রি নিয়ে শিরিন আলজাজিরার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে হত্যা করা স্বাধীন সাংবাদিকতার ওপরই আক্রমণ।

বিবৃতিতে তারা বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিয়ে যারা কথা বলেন শিরিনের মৃত্যুতে সেই পশ্চিমা বিশ্বের নীরবতা বিস্ময়কর। তারা পশ্চিমা বিশ্বের এই দ্বিচারী ভূমিকার নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাংবাদিকরা যেমন স্বাধীন প্যালেস্টাইন আন্দোলনকে সমর্থন করে তেমনি সেখান সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে তা' নিশ্চিত করারও দাবি জানায়।

নেতৃবৃন্দ অধিকৃত প্যালেস্টাইনে কর্মরত সাংবাদিকদের প্রতি সংহতি জানান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement