২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

গণমাধ্যম দুঃসময় অতিক্রম করছে : বিএফইউজে সভাপতি

বক্তব্য রাখছেন বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে দুঃসময় অতিক্রম করছে। স্বাধীনভাবে কেউ কাজ করতে পারছে না। সংবাদপত্রগুলো অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে পারছে না। বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশনের কারণে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীসহ অনেক সাংবাদিককে কারাগারে থাকতে হচ্ছে।

শনিবার সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেইউএম সভাপতি এম আইয়ুব আলীর সভাপতিত্বে স্থানীয় একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন। সভা পরিচালনা করেন জেইউএমের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করা হলে তা সর্বসম্মত পাস হয়।

অনুষ্ঠানে বিএফইউজে সহসভাপতি মোদাব্বের হোসেন, রাশিদুল ইসলাম, ওবায়দুর রহমান শাহীন, সহকারী মহাসচিব নাসির আল মামুন, শহীদুল্লাহ মিয়াজি, শফিউল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলমসহ বিএফইউজে ও অঙ্গ ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

এম আবদুল্লাহ বলেন, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে রাষ্ট্রদ্রোহ মামলায় আটকে রাখা হয়েছে। অথচ স্বাধীনতার ৪০ বছর পরও রাষ্ট্রদ্রোহ আইনই থাকার সুযোগ নেই। ভারতে সর্বোচ্চ আদালত রাষ্ট্রদ্রোহ আইন থাকার সুযোগ নেই। তিনি অবিলম্বে রুহুল আমিন গাজী মুক্তি দাবি করেন।
বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩

সকল