২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ভাষা দিবস উপলক্ষে নারী অধিকার আন্দোলনের আলোচনা সভা

-

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে নারী অধিকার আন্দোলনের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় এই ভার্চুয়াল আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

ভাষা সৈনিক, নারী অধিকার আন্দোলনের সভানেত্রী, বিশিষ্ট লেখিকা অধ্যাপিকা চেমন আরার সভাপতিত্বে এবং ইবনে সিনা মেডিক্যাল কলেজের রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান প্রফেসর ডা: হাবিবা চৌধুরী সুইটের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দেশের সমাজ কল্যাণ সংস্থার পরিচালিকা নুরুন নেসা সিদ্দীকা, কার্ডিওলজিস্ট অ্যান্ড ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: হাসিনা বানু, ঢাকা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক প্রধান প্রফেসর ডা: নাঈমা মোয়াজ্জেম, বাংলাদেশ স্কাউট গালর্স ইন স্কাউটিং ফোরাম জাতীয় কমিটির সহ-সভানেত্রী প্রফেসর নাজমা শামস, সহযোগী অধ্যাপক ডা.শারমিন ইসলাম, সহকারী অধ্যাপিকা ডা: তাহেরা বেগম প্রমুখ।

সভায় সরকার ও দেশবাসীর প্রতি নিম্নলিখিত প্রস্তাবনা উত্থাপন করা হয়-
১. বাংলা ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা।
২. বাংলা ভাষা নিয়ে গবেষণা করতে যুব সমাজকে উদ্বুদ্ধ কর।
৩. প্রবাসী ভাই-বোনদেরকে আহ্বান জানানো ও নিজ সন্তানদেরকে বাংলাভাষা চর্চা করতে উৎসাহিত করা।
৪. শিক্ষা সিলেবাসে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা।
৫. সর্বক্ষেত্রে বাংলা ভাষার প্রচলনের জন্য যারা কাজ করছেন তাদেরকে পুরস্কৃত করা।
৬. অপসংস্কৃতি থেকে যুবসমাজকে রক্ষা করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement