২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেয়ার দাবিতে কর্মসূচি পালন

সুন্দরবন পর্যটকদের জন্য খুলে দেয়ার দাবিতে কর্মসূচি পালন - ছবি : সংগৃহীত

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খুলনা মহানগরীর বয়রাস্থ বন ভবন ঘেরাও ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন’ নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক মঈনুল ইসলাম জমাদ্দার।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতি বছর কয়েক লাখ দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করেন। কিন্তু প্রায় পাঁচ মাস সুন্দরবনের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় এখানকার দর্শনীয় স্থানগুলো এখনও পর্যটকশূন্য। এর ফলে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তেমনি চরম আর্থিক ক্ষতিতে পড়েছেন লঞ্চ, ট্রলার মালিক, ট্যুর অপারেটরসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সুন্দরবনে পর্যটকদের প্রবেশের জন্য সরকারের কাছে দ্রুত পাস পারমিট ইস্যু করার আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তাররোধে গত ১৯ মার্চ থেকে সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পূর্ব ও পশ্চিম সুন্দরবনজুড়ে এ নিষেধাজ্ঞা বহাল রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল