২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ঢাবি এলাকায় কুকুরের গলায় রিফ্লেক্টিং বেল্ট পরিয়েছে লাল সবুজ সোসাইটি

ঢাবি এলাকায় কুকুরের গলায় রিফ্লেক্টিং বেল্ট পরিয়েছে লাল সবুজ সোসাইটি - ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ও কলাভবন এলাকায় ৫০টি কুকুরের গলায় রিফ্লেক্টিং বেল্ট পরিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি।

বর্তমান অন্যতম আলোচিত বিষয় হলো শহরের বেওয়ারিশ কুকুর নিধন কিংবা বেওয়ারিশ কুকুর রক্ষা। অনেকের দাবি কুকুর মানুষের বন্ধু আবার অনেকেরই দাবি কুকুর শুধু মানুষের ক্ষতি করে যাচ্ছে এবং কুকুরের জন্য বিভিন্ন দুর্ঘটনা ঘটছে।

দুই পক্ষের মতামতের প্রতি সম্মান জানিয়েই, রাস্তার বেওয়ারিশ কুকুরদের গলায় রিফ্লেক্টিং বেল্ট বেঁধে দেয়ার উদ্যোগ নিয়েছে লাল সবুজ সোসাইটি ঢাকা জেলা।

রিফ্লেক্টিং বেল্ট এমন এক ধরনের বেল্ট যাতে সামান্য আলো পড়লেও অনেক দূর থেকে আলোর প্রতিফলন ঘটবে এবং এর মাধ্যমে পথচারি কিংবা দিনে-রাতে চলাচলরত কোনো যানবাহনের চালক দূর থেকেই বুঝতে পারবে রাস্তায় কোনো কুকুর রয়েছে কিনা। এতে রাস্তায় দুর্ঘটনাও কমবে।

এই উদ্যোগটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান লাল সবুজ সোসাইটির সদস্যরা।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement