১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আ’লীগ দেশপ্রেমিকদের বাঁচতে দেয় নাঃ শারজাহ জাতীয়তাবাদী ঐক্য পরিষদ

- ছবি : নয়া দিগন্ত

সরকাল দলীয় ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হাতে সদ্য নিহত হওয়া বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আখ্যা দিয়ে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিবাদ সভায় বক্তারা বলেছেন, ফেনী নদীর পানি রক্ষার দাবিতে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করে আবারো প্রমাণ করেছে আওয়ামী লীগ দেশপ্রেমিকদের বাঁচতে দেয় না।

মঙ্গলবার (৮ অক্টোবর) আরব আমিরাতের শারজাহস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে বেগম জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, দেশের সকল সেক্টরে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তা দেখে দেশে কোন সরকার আছে বলে মনে হয়না।

ভারত সফরে দেশ বিরোধী চুক্তির কঠোর সমালোচনা করেন বক্তারা বলেন, দেশবিরোধী চুক্তি করে শেখ হাসিনা দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছে। এভাবে চলতে থাকলে দেশ সিকিম হতে বেশী দিন লাগবে না।
বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বক্তারা বলেন, দেশের এই দুঃসময়ে বেগম জিয়াকে মুক্তি দিন। বেগম জিয়াই দেশে সুন্দর ও সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে পারেন।

সংগঠনের আহবায়ক রিয়াজ রউফ এর সভাপতিত্বে সদস্য সচিব আনোয়ার হোসেন ও আতাউর রহমান আতা’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম. নাছের রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপির সভাপতি জাকির হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল আলম , নবাব সিরাজ, প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, প্রকৌশলী মাহী আলম, জাহাঙ্গীর আলম রুপু।

মাওলানা ছাদেকুর রহমান সাহেবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইউসুফ রানা, গাজি জাকের, মোহাম্মদ বেলাল হাজী, আমিন আলী, কুদ্দুস খাঁ, শায়েস্তা চৌ:, আরমান চৌ:, ইছমত আলী, রিপন মজুমদার, জুবায়ের আহমদ নেপুর, রিপন জুমা তালুকদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল