২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

জলবায়ু আন্দোলনে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের সংহতি

-

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের সাথে সংহতি জানিয়েছে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা।

আজ বুধবার ঢাকায় জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে এক গার্মেন্টস শ্রমিক সংহতি র‌্যালি অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তোপখানা রোডে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেয়া গার্মেন্টস শ্রমিকরা ‘আমাদের জলবায়ু রক্ষা কর’, ‘আমাদের প্রকৃতি রক্ষা কর’, ‘আমাদের পৃথিবী রক্ষা কর’, ‘আমাদের জীবন রক্ষা কর’ ইত্যাদি বাংলা ও ইংরেজিতে লেখা ফেস্টুন বহন করেন।

র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।

এতে বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মিসেস আরিফা আক্তার, কেন্দ্রীয় নেতা মো: ফারুক খান, মিস সাফিয়া পারভীন, মো: রফিকুল ইসলাম রফিক, মো: ফরিদুল ইসলাম, নাসিমা আক্তার, ইসরাত জাহান ইলা, এইচ রবিউল চৌধুরী এবং হুমায়ুন কবির ও পারভীন আক্তার প্রমুখ।

সংহতি বক্তব্য রাখেন- একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান ও গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া।


আরো সংবাদ



premium cement