কেনিয়ায় মন্ত্রিসভা বরখাস্ত
- সিএনএন ও বিবিসি
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
কেনিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভের পর প্রায় পুরো মন্ত্রিসভাকেই বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বৃহস্পতিবার মন্ত্রিসভার সবাইকে বরখাস্তের ঘোষণা দেন তিনি। সম্প্রতি পাস হওয়া একটি কর আইনের বিরুদ্ধে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে, যা সহিংসতায় গড়িয়েছে।
প্রেসিডেন্ট রুটো তার মন্ত্রিসভা বরখাস্তের ঘোষণায় জানান, শুধু ভাইস প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া এবং প্রধান মন্ত্রিপরিষদ সচিব মুসালিয়া মুদাভাদি স্বপদে বহাল রয়েছেন। নাইরোবিতে প্রেসিডেন্টের সরকারি বাসভবন স্টেট হাউজে রুটো সাংবাদিকদের বলেন, তার মন্ত্রিসভার কার্যক্রমে প্রতিফলন এবং সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমি বিস্তারিত পরামর্শের মাধ্যমে বিস্তৃতভিত্তিক নতুন সরকার গঠনের চেষ্টা করছি। রুটো বলেন, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, কারণ আমি এ ব্যাপারে সচেতন যে কেনিয়ার জনগণ আমার কাছে বেশিকিছু প্রত্যাশা করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা