১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতীয়দের কখনোই সেনাবাহিনীতে চাইনি : মস্কো

-

রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগকৃত ভারতীয়দের ফেরত পাঠানোর জন্য ভারতের জানানো অনুরোধে সাড়া দিয়ে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মস্কো। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাশিয়া সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধে রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত সব ভারতীয়কে ছেড়ে দিতে সম্মত হয়েছে মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আমন্ত্রণে সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো গিয়েছিলেন মোদি। সেখানে পুতিনের সাথে এক নৈশভোজে তিনি ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর হয়ে ভারতীয়দের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। এই বিষয়ে রাশিয়ার সরকারের পক্ষ থেকে প্রথম মন্তব্যে ভারতে রাশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন বুধবার বলেন, মস্কো কখনোই চায়নি যে ভারতীয়রা রাশিয়ান সেনাবাহিনীর অংশ হোক আর যুদ্ধের প্রেক্ষাপটে তাদের সংখ্যাও নগণ্য।
সংবাদ সম্মেলনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি শিগগিরই এ বিষয়টির সমাধান হবে। রাশিয়া তাদের সামরিক বাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের দ্রুত ছেড়ে দেয়ার ও দেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দেয়ার এক দিন পর বাবুশকিন এই মন্তব্য করলেন। বাবুশকিন উল্লেখ করেছেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কখনোই চাইনি ভারতীয়রা রাশিয়ার সেনাবাহিনীর অংশ হোক।’
ভারতীয়দের সৈন্য হিসেবে নিয়োগ দেয়ার ঘটনাটি পুরোপুরি ‘বাণিজ্যিক বিষয়’ ছিল বলে দাবি করেছে রাশিয়া। বাবুশকিন বলেন, বেশির ভাগ ভারতীয়কে বাণিজ্যিক ব্যবস্থার অধীনে নিয়োগ করা হয়েছিল। কারণ তারা অর্থ উপার্জন করতে চেয়েছিল। বাবুশকিন বলেন, ‘ভারতীয় সৈন্যদের সংখ্যা কতই বা হবে, ৫০, ৬০ বা ১০০ জন। ইউক্রেন যুদ্ধের মতো বড় ধরনের সঙ্ঘাতের প্রেক্ষাপটে এই সামান্য সংখ্যা কোনো বিশেষ তাৎপর্য রাখে না।’
বাবুশকিন আরো জানান, সাপোর্ট স্টাফ হিসেবে নিয়োগ পাওয়া ভারতীয়দের বেশির ভাগই অবৈধভাবে কাজ করছেন। কারণ তাদের কাজ করার মতো উপযুক্ত ভিসা নেই। তাদের বেশির ভাগই পর্যটন ভিসায় রাশিয়ায় গিয়েছিলেন বলে জানান তিনি। ইউক্রেনে রাশিয়ার বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও রাশিয়ার নাগরিকত্ব দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বাবুশকিন বলেন, ‘চুক্তির বাধ্যবাধকতা অনুযায়ী এটা হওয়া উচিত’।
মঙ্গলবার মস্কোয় ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, রাশিয়ার পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে, ভারতীয় নাগরিককে রুশ সেনাবাহিনীর চাকরি থেকে দ্রুত অব্যাহতি দেয়া হবে। কোয়াত্রা বলেন, ভারতীয়দের কত দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে দু’পক্ষই কাজ করবে। ইউক্রেনে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে অন্তত দু’জন ভারতীয় নিহত হন। আরো বহু ভারতীয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আছেন। তাদের দাবি, প্রতারণার মাধ্যমে তাদের রাশিয়া নিয়ে যুদ্ধে নামিয়ে দেয়া হয়েছে।
মার্চে হায়দ্রাবাদের বাসিন্দা মহম্মদ আসফান (৩০) ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ সেনাদের সাথে কাজ করার সময় আহত হয়ে মারা যান। এর আগে ফেব্রুয়ারিতে গুজরাট রাজ্যের সুরাটের বাসিন্দা হেমাল অশ্বিনভাই মাঙ্গুয়া (২৩) দনেস্ক অঞ্চলে ‘নিরাপত্তা সহায়তাকারী’ হিসেবে কাজ করার সময় ইউক্রেনের বিমান হামলায় নিহত হন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী জেলে ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ বিস্ফোরণে আফগান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

সকল