১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উত্তর কোরিয়া-রাশিয়ার অস্ত্রব্যবসা বিশ্বের জন্য হুমকি : দক্ষিণ কোরিয়া

-

রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবসা বিশ্ব শান্তির জন্য হুমকি বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার হাওয়াইতে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার বাহিনীর সম্মিলিত প্রতিরক্ষা অবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনার সময় এ কথা বলেন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। একটি ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন যাওয়ার পথে হাওয়াইয়ে থামেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ন্যাটোর চারটি এশিয়া-প্যাসিফিক অংশীদারদের একটির প্রতিনিধিত্ব করছেন তিনি।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোর সাথে আলোচনা করেন ইউন। এ সময় মার্কিন সামরিক নেতা ও সেনাদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ‘শুধু কোরীয় উপদ্বীপেই নয়, রাশিয়ার সাথে অবৈধ অস্ত্র-বাণিজ্যে জড়িত হয়ে বিশ্বব্যাপী শান্তিকে হুমকির মুখে ফেলেছে উত্তর কোরিয়া।’ ইউন বলেছেন, গত মাসে রাশিয়ার সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে উত্তর কোরিয়া অন্তর্ভুক্ত হওয়ায় দেশটির সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ আরো গভীর হচ্ছে।

তিনি বলেন, ‘এই বেপরোয়া সিদ্ধান্তের হুমকি থেকে আমাদের স্বাধীনতা, গণতন্ত্র এবং অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষার জন্য একই মূল্যবোধসহ সামরিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর মধ্যে সংহতি অপরিহার্য।’ উত্তর কোরিয়ার সাথে সামরিক সম্পর্ক গভীর হওয়ার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছেন ইউন। সিউল ও ওয়াশিংটন অভিযোগ করেছে, ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে আর্টিলারি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। তবে দেশগুলোর এমন অভিযোগ মস্কো ও পিয়ংইয়ং উভয়ই অস্বীকার করে।


আরো সংবাদ



premium cement
ঢাকায় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল রোববার তাপমাত্রা বাড়তে পারে শুল্কমুক্ত সুবিধায় ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল দুই ব্রাজিলিয়ানের জাদুতে বড় জয়ে ঘুরে দাঁড়াল কিংস

সকল