১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লেবাননে হিজবুল্লাহর স্থাপনায় হামলার দাবি ইসরাইলের

-

লেবাননের ভূখণ্ডের আরো ভেতরে হিজবুল্লাহর একটি স্থাপনায় হামলার দাবি করেছে ইসরাইল। মঙ্গলবার রাতে রাজধানী বৈরুত থেকে প্রায় ৭৯ কিলোমিটার (৪৯ মাইল) দূরে অবস্থিত জান্তার কেন্দ্রীয় গ্রামের কাছে এই হামলা করা হয়। বুধবার একটি টেলিগ্রামের পোস্টে এই তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন-ইসরাইল সীমান্তে নিয়মিত গুলি বিনিময় করছে হিজবুল্লাহ ও ইসরাইল।
উভয়পক্ষের মধ্যকার সর্বশেষ এই হামলায় লেবাননের ভূখণ্ডের স্বাভাবিকের চেয়ে আরো ভেতরে হামলা করেছে দেশটি। এর আগে, ইসরাইলের অধিকাংশ হামলাই লেবাননের দক্ষিণাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। টেলিগ্রামের ওই পোস্টে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় বারচি শহরে হিজবুল্লাহর একটি বিমান প্রতিরক্ষাব্যবস্থায় এবং কফর কিলা এলাকায় একটি অস্ত্রের গুদামে হামলা করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement