ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও ন্যাটো মহাসচিবের বৈঠক
- আনাদোলু এজেন্সি
- ১০ জুলাই ২০২৪, ০০:০৫
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনের পূর্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সোমবার তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সম্মেলন ন্যাটো জোটের ৭৫তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে অস্টিন বলেছেন, এই সম্মেলন বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা জোটের ৭৫ বছরের সাফল্য উদযাপন করবে। তিনি আরো বলেছেন, আমাদের অসাধারণ ট্রান্সআটলান্টিক বন্ধনকে গভীর করবে এবং আমাদের সমন্বিত নিরাপত্তাকে আরো শক্তিশালী করবে এই সম্মেলন। সম্মেলনে ৩২টি ন্যাটো মিত্র দেশ উপস্থিত হবে। বিশ্বের বিপজ্জনক নিরাপত্তা পরিস্থিতির মোকাবেলায় ও ন্যাটো দেশগুলোর ১০০ কোটি নাগরিককে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। অস্টিন বলেছেন, জোটটি প্রতিরোধ ও প্রতিরক্ষা শক্তিশালীকরণে অসামান্য অগ্রগতি অর্জন করেছে।
স্টলটেনবার্গকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ সম্মাননা ‘মেডেল ফর ডিস্টিংগুইশড পাবলিক সার্ভিস’ প্রদান করেন অস্টিন। মার্কিন নাগরিক নয় এমন ব্যক্তিকে প্রতিরক্ষামন্ত্রী এই সম্মাননা প্রদান করতে পারেন। ৭৫ বছর আগে ১২টি দেশ ওয়াশিংটন ডিসিতে নর্থ আটলান্টিক চুক্তি স্বাক্ষর করে। সম্মিলিত প্রতিরক্ষার নিশ্চিত করতে এই চুক্তির মাধ্যমে ন্যাটো জোট গড়ে ওঠে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা