১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইইউর সাথে সুসম্পর্ক ফেরাতে চায় ব্রিটেনের নতুন সরকার

-

ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া ডেভিড ল্যামি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা আবারো সম্পর্ক পুনঃস্থাপন করতে চাই।’ তবে কিভাবে সম্পর্ক পুনঃস্থাপন করা হবে সে সম্পর্কে লেবার পার্টির এই নেতা স্পষ্ট কোনো বার্তা দেননি। তিনি ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ সফর করেছেন। খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তিনি জার্মান, পোল্যান্ড এবং ন্যাটোর নতুন সদস্য সুইডেন সফরে যান।
এই তিন দেশে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সফরের কারণ হিসেবে বলা হয়, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জার্মান, পোল্যান্ড ও সুইডেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ল্যামি বলেন, আগামী ১৮ জুলাই ইউরোপীয়ান নেতারা ব্লেনহেইম প্রাসাদে জড়ো হবেন। সেখানেই সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা হবে।
এ দিকে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া জন হিলে ইউক্রেনের ওডেসাতে সফর করেছেন। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির সাথে সাক্ষাৎ করে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সরকারের পাশে থাকার বিষয়টি ব্যক্ত করেন।
একই সাথে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আরো সামরিক সহযোগিতা দেয়া হবে।


আরো সংবাদ



premium cement