ইস্তাম্বুল চুক্তির ভিত্তিতে শান্তি আলোচনা শুরুর আহ্বান পুতিনের
- আনাদোলু
- ০৬ জুলাই ২০২৪, ০০:০০
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনা শুরু করতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, ২০২২ সালের ইস্তাম্বুল চুক্তি এখনো আলোচনার টেবিলে আছে এবং এটি ইউক্রেনের সাথে শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বা সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে পুতিন এ কথা বলেন। এ সময় তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার উদ্যোগ নেয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানান।
ভ্লাদিমির পুতিন বলেন, ‘ইস্তাম্বুল চুক্তির জন্য তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানাই। তিনি এই কাজে মধ্যস্থতাকারী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এই চুক্তিগুলো এখনো বাতিল হয়ে যায়নি। ইউক্রেনীয় আলোচনাকারী প্রতিনিধি দলের প্রধান এই চুক্তির শর্তগুলো অনুমোদিত হয়েছিল। যার অর্থ হলো- দৃশ্যত এই চুক্তির শর্ত ইউক্রেনের জন্য যথেষ্ট সন্তোষজনক ছিল।’
এ সময় ইউক্রেনের প্রতি আলোচনায় নতুন করে যোগ দেয়ার আহ্বান জানিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এই চুক্তি; ইস্তাম্বুল চুক্তি এখনো আলোচনার টেবিলে আছে এবং এটি শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ভিত্তি হিসেবে কাজ করতে পারে।’ এ সময় তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া কখনোই শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেনি এবং এখনো দেশটি এ ধরনের আলোচনায় প্রস্তুত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা