১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
‘কেউ আইনের ঊর্ধ্বে নয়, এমনকি আমেরিকার প্রেসিডেন্টও’

ট্রাম্পকে দায়মুক্তি আইনের শাসনের প্রতি অবজ্ঞা : বাইডেন

-

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়মুক্তির যে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট, তাকে ‘ভয়াবহ নজির’ হিসেবে দেখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ওই রায় ‘আইনের শাসনের প্রতি অবজ্ঞা’ এবং আমেরিকানদের জন্য ‘ভয়াবহ ক্ষতিকর’। অন্যদিকে আদালতের রায়ের প্রশংসা করে ট্রাম্প বলেছেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য ‘বড় বিজয়’। গত সোমবার সুপ্রিম কোর্ট ওই রায়ে বলেছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে কোনো কিছু করে থাকলে সেক্ষেত্রে তার বিচার করা যাবে না। তবে ব্যক্তিগত কোনো কৃতকর্মের জন্য তার বিচার করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রে বিচার থেকে কোনো ধরনের প্রেসিডেন্সিয়াল ছাড়ের স্বীকৃতি দিয়ে আদালতের এমন রায় এটিই প্রথম। এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিল, প্রেসিডেন্ট থাকাকালে কোনো কৃতকর্মের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিচারে কোনো ছাড় পাবেন না। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ‘উল্টে দেয়ার ষড়যন্ত্রের’ অভিযোগে ট্রাম্পের বিচার করা যাবে। সোমবার ট্রাম্পকে দায়মুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর টেলিভিশন বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমেরিকায় কেউ রাজা নয়- এই নীতিতে গড়ে উঠেছে এই জাতি। আইনের কাছে আমরা সবাই সমান। কেউ, কেউই আইনের ঊর্ধ্বে নয়। এমনকি আমেরিকার প্রেসিডেন্টও নয়।
‘(কিন্তু) আজকের (আদালত) সিদ্ধান্তের মানে হলো, প্রেসিডেন্ট চাইলে কী করতে পারেন, দৃশ্যত তার কোনো সীমারেখা আর থাকছে না।’ দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগে ট্রাম্পের বিচারের মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে বাইডেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে যিনি দাঙ্গা বাধিয়েছেন, তিনি ফৌজদারি অপরাধের বিচারের মুখোমুখি হয়েছেন। আগামী নির্বাচনের আগে এই বিচারের ফল জানার অধিকার আমেরিকার জনগণের আছে।’


আরো সংবাদ



premium cement