১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গুপ্তচরবৃত্তির অপরাধে নেদারল্যান্ডসে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব

-

আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির ওপর গুপ্তচরবৃত্তির কারণে ইসরাইলি রাষ্ট্রদূতকে তলব করেছে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়। আইসিসি-বিরোধী বিভিন্ন ধরনের কার্যকলাপ প্রকাশের পর উদ্বিগ্ন হয় ডাচ সরকার। এ আদালতের ওপর ইসরাইলি গুপ্তচর সংস্থাগুলোর বিভিন্ন গোপন তৎপরতার বিষয়টি স্পষ্ট হওয়ার পর দেশটির রাষ্ট্রদূতকে তলবের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডসের সরকার।
দেশটির কর্মকর্তারা ইসরাইলের রাষ্ট্রদূত মোদি ইফ্রাইমকে তলব করে এর ব্যাখ্যা চান। তদন্তে উত্থাপিত উদ্বেগগুলো নিয়েও আলোচনা করা হয়। ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের আচরণ ক্ষুব্ধ হওয়ার মতো বলে মত প্রকাশ করে ডাচ সরকার। দখলদার ইসরাইল আইসিসির চিফ প্রসিকিউটরের কার্যালয়কে প্রভাবিত করতেও ভয় দেখিয়েছে। মঙ্গলবার ডাচ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর একজন মুখপাত্র বলেন, ইসরাইলি রাষ্ট্রদূতকে গুপ্তচরবৃত্তি ও হুমকি বিষয়ে অবগত করা হয়। আলোচনায় ইসরাইলের আচরণ নিয়ে নেদারল্যান্ডস উদ্বেগ প্রকাশ করে।


আরো সংবাদ



premium cement