১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেনিয়ার বিক্ষোভে কাঁদুনে গ্যাসে আক্রান্ত ওবামার বোন

কেনিয়ার নাইরোবিতে বিক্ষোভের সময় গুলিবিদ্ধ একজনকে সরিয়ে নিচ্ছেন দুই প্রতিবাদকারী। পাশে গুলিবিদ্ধ হয়ে অপর একজনকে পড়ে থাকতে দেখা যাচ্ছে : ইন্টারনেট -

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সৎ বোন, কেনিয়ার নাগরিক অধিকার আন্দোলনকারী আউমা ওবামা নাইরোবির পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করার সময়ে পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাসের শিকার হয়েছেন। নতুন একটি কর আইনের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনে ভাঙচুর করার চেষ্টা চালালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ও গুলি ছুড়ে।
এতে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হন এবং আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। পার্লামেন্ট ভবনের একাংশে আগুন দেখা গেছে। ওই সময় কেনিয়ার আইনপ্রণেতারা ভেতরে বসে কর বাড়ানোর প্রস্তাব পাস করছিলেন। পার্লামেন্টের সামনে পুলিশের কাঁদুনে গ্যাস চার্জের সময় সিএনএনের এক সংবাদিক আউমাকে হাঙ্গামা থেকে সরিয়ে একপাশে নিয়ে এসে জিজ্ঞেস করেন কেন তিনি এখানে।
“আমি এখানে কারণ- দেখুন কী হচ্ছে। তরুণ কেনিয়ানরা তাদের অধিকারের জন্য বিক্ষোভ করছে। তারা পতাকা ও ব্যানার নিয়ে বিক্ষোভ করছে। আমি আর তাকাতেও পারছি না,” কাশতে কাশতে ও ছড়িয়ে পড়া কাঁদুনে গ্যাসের ধোঁয়া থেকে চোখকে আড়াল করার চেষ্টা করতে করতে বলেন আউমা। “আমাদের কাঁদুনে গ্যাস দেয়া হচ্ছে,” বলেন তিনি। আউমার পেছনে এক ব্যক্তির হাতে একটি ফেস্টুন, তাতে লেখা, “কেনিয়ায় ঔপনিবেশিকতার অবসান ঘটেনি।”
আরেক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, “এটি আমাদের দেশ। এটি আমাদের জাতি।” এর আগে সামাজিক মাধ্যম এক্স এ প্রতিবাদে প্রতিবাদে অংশ নেয়া নিজের ছবি পোস্ট করেন আউমা। সাবেক প্রেসিডেন্ট ওবামার দফতর জানিয়েছে, আউমা ওবামা যে ঘটনাটিতে জড়িত আছেন অথবা কেনিয়ার সহিংসতা নিয়ে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করবে না।


আরো সংবাদ



premium cement