১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেনিয়ায় বিক্ষোভে নিহত বেড়ে ২২

-

কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে জনতার বিক্ষোভে পুলিশের গুলিতে ২২ জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীদের ওপর মঙ্গলবার পুলিশ গুলি চালালে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছে অনেকেই। কেনিয়ার মানবাধিকার কমিশন এ খবর জানিয়েছে। কেনিয়ার ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটসের চেয়ারওম্যান রোজলিন ওডেদে বলেন, আমরা ২২ জনের মৃত্যুর খবর পেয়েছি। এই ঘটনার তদন্ত শুরু করতে যাচ্ছি। তিনি বলেন, পুলিশ গুলিতে নাইরোবিতে ১৯ জন মারা গেছে।
কেনিয়ায় একটি বিতর্কিত কর বিল পাস হওয়া নিয়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষুব্ধ জনতা দেশটির পার্লামেন্টের ভেতরে ঢুকে স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ৩টার দিকে ভাঙচুর করে। তাদের নিয়ন্ত্রণ করতে পার্লামেন্টের ভেতরেই কাঁদানে গ্যাস ও গুলি চালায় পুলিশ। সিটিজেন টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা দিনের শুরুতেই পার্লামেন্টে প্রবেশ করেছিল। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ। কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে গুলি চালায় বাহিনীটি।
পার্লামেন্টে প্রবেশের চেষ্টাকারী বিক্ষোভকারী ডেভিস তাফারি রয়টার্সকে বলেন, আমরা পার্লামেন্ট বন্ধ করতে চাই।


আরো সংবাদ



premium cement