১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের সুপারিশ

-

মার্কিন বিচার বিভাগের কাছে বিমান নির্মাণ প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সুপারিশ করেছেন প্রসিকিউটররা। বোয়িংকে বিচারের আওতায় আনা হবে কিনা সেই বিষয়ে আগামী ৭ জুলাইয়ের মধ্যে বিচার বিভাগকে সিদ্ধান্ত নিতে হবে। ঘটনার সাথে সংশ্লিষ্ট দু’জন ব্যক্তি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
বোয়িং কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ২০১৮ ও ২০১৯ সালের দু’টি মারাত্মক বিমান দুর্ঘটনায় ভুল তথ্য দিয়ে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রকদের বিভ্রান্ত করেছে তারা। মাত্র পাঁচ মাসের ব্যবধানে বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের একেবারে নতুন দু’টি উড়োজাহাজ দুর্ঘটনায় ক্রুসহ অন্তত ৩৪৬ জনের মৃত্যু হয়েছিল। পরে ২০২১ সালে বোয়িংয়ের তৈরি উড়োজাহাজের সুরক্ষা ব্যবস্থা আরো উন্নত করা ও প্রতিষ্ঠানটির আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করেছিল প্রতিষ্ঠানটি।
কিন্তু গত জানুয়ারি মাসে আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সময় বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমানের একটি দরজার প্যানেল খুলে যাওয়ার ঘটনা ঘটে। এতে বোয়িংয়ের প্রতিশ্রুতি লঙ্ঘন করার বিষয়টি গত মাসেই নিশ্চিত করেছিলেন প্রসিকিউটররা। অবশ্য নিষ্পত্তি চুক্তির শর্তাবলি অনুসরণ করার দাবি জানিয়ে বিচার বিভাগের শর্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল বোয়িং। তাদের বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।


আরো সংবাদ



premium cement