হজে এবার ১৩০১ জনের মৃত্যু
- রয়টার্স
- ২৫ জুন ২০২৪, ০০:০৫
সৌদি আরব জানিয়েছে, চলতি মাসে হজ চলাকালে অন্তত ১৩০১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই অননুমোদিত হজযাত্রী, তারা তীব্র গরমের মধ্যে দীর্ঘ দূরত্ব হেঁটে যেতে বাধ্য হয়েছিলেন। এবারের হজের সময়টিতে সৌদি আরবে একটি দাবদাহ চলছিল, তাই প্রায়ই তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছিল।
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, যারা মারা গেছেন তদের এক-তৃতীয়াংশেরও বেশি অংশের হজে অংশ নেয়ার আনুষ্ঠানিক অনুমতি ছিল না আর তাদের পর্যাপ্ত আশ্রয় ছাড়াই প্রখর সূর্যের আলোর মধ্য দিয়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে। আবার তাদের মধ্যে কিছু বয়োবৃদ্ধ ও দীর্ঘ দিন ধরে অসুস্থ মানুষও ছিলেন।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল জানিয়েছেন, তাপের বিপদের বিষয়ে সচেতনা বাড়ানোর আর হজযাত্রীরা যেন অপেক্ষাকৃত শীতল হতে পারে তার উদ্যোগ নেয়া হয়েছিল। তিনি জানান, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো প্রায় পাঁচ লাখ হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে আর তাদের মধ্যে এক লাখ ৪০ হাজারেরও বেশির অনুমতিপত্র ছিল না; তাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়া কেউ কেউ এখনো হাসপাতালে আছেন।
‘আল্লাহ মরহুমদের ক্ষমা করুন ও তাদের প্রতি সদয় হোন। তাদের পরিবারগুলোর প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই,’ বলেন তিনি। হজকে নিরাপদ করতে আরো বেশি কিছু না করার জন্য সৌদি আরবের সমালোচনা হচ্ছে, বিশেষ করে অনিবন্ধিত হজযাত্রীদের ক্ষেত্রে যারা শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু ও হজের আনুষ্ঠানিক যানবাহন ব্যবহার করতে পারেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা