ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আর্মেনিয়ার
- জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরাইল
- ২২ জুন ২০২৪, ০২:৪৯
ফিলিস্তিনকে গতকাল শুক্রবার সকালে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। আর্মেনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ঘোষণা রুশ তাস সংবাদ সংস্থা প্রচার করেছে। আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির এবং কোনো পূর্বশর্ত ছাড়াই পণবন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে ইরানের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে আর্মেনিয়া। বিশেষ করে আজারবাইজানের সাথে উত্তেজনা যত বাড়ছে, আর্মেনিয়া-ইরান সম্পর্ক তত ঘনিষ্ঠ হচ্ছে। এই প্রেক্ষাপটেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে দেশটি। উল্লেখ্য, ২০২৩ সালে আজারবাইজান সীমান্তের আর্মেনিয়া এলাকায় ইরানি সৈন্যদের শনাক্ত করার দাবি করেছে বেশ কয়েকটি সূত্র। ইয়েরেভেনের নীল মসজিদ ব্যবস্থাপনার জন্য ইরান তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আর্মেনিয়ায় ইরানি শাসনের সময় মসজিদটি নির্মাণ করা হয়েছিল। অন্যদিকে ইরান ও ইসরাইলের মধ্যকার মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। আবার আজারবাইজানের সাথে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আরব লিগের পর্যবেক্ষক হচ্ছে আর্মেনিয়া। আর এই লিগের একটি সদস্যরাষ্ট্র হলো ফিলিস্তিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা