১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেজরিওয়ালের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ

-

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ১০০ কোটি রুপি ঘুষ চেয়েছিলেন বলে আদালতকে জানাল দেশটির ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের অভিযোগ, কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থার (সিবিআই) তদন্তে এ তথ্য জানা গেছে। অরবিন্দ কেজরিওয়াল তার দলের তহবিলের জন্য ওই অর্থ চেয়েছিলেন। দিল্লির রাউস এভিনিউ আদালতে বুধবার শুনানি ছিল কেজরির জামিনের মামলার। সেখানে জামিনের বিরোধিতা করে আদালতে এই যুক্তি দেন ইডির আইনজীবী। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, আবগারি মামলায় অভিযুক্ত কেজরির হেফাজতের মেয়াদ বুধবারই শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষে আদালতে জামিনের আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু শেষ পর্যন্ত তার জামিন হয়নি। আম আদমি পার্টির (আপ) প্রধানের জামিনের বিরোধিতা করে তাকে জেল হেফাজতেই রাখার পক্ষে যুক্তি দেয় ইডি।


আরো সংবাদ



premium cement