ইউক্রেনের জন্য নতুন জি-৭ চুক্তিতে ৩৬০ কোটি ডলার দেবে কানাডা
- সিনহুয়া
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
ইউক্রেনকে সমর্থন দিতে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহারের প্রকল্প এক্সট্রাঅর্ডিনারি রেভিনিউ অ্যাক্সিলারেশন (ইআরএ) তহবিলে ৫০০ কোটি কানাডিয়ান ডলার (৩৬০ কোটি ডলার) দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বৃহস্পতিবার ইতালির আপুলিয়ায় জি-৭ সম্মেলনে ইউক্রেনের জন্য ইআরএ তহবিলের মাধ্যমে ঋণ প্রকল্প চালু করা হয়েছে জানিয়ে ট্রুডো বলেছেন, ইউক্রেনের জন্য ৬৯০ কোটি কানাডিয়ান ডলার (৫০০ কোটি ডলার) সংগ্রহের ব্যাপারে সঙ্ঘের সব সদস্য একমত হয়েছে। বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনকে সমর্থন করার জন্য দীর্ঘদিন ধরে নতুন ও উদ্ভাবনী উপায় সৃষ্টির পক্ষে কথা বলে আসছে কানাডা। এই প্রকল্পের মাধ্যমে ইউক্রেনকে সহযোগিতায় রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে অর্থের জোগান দেবে জি-৭ সদস্য রাষ্ট্রগুলো।’
বিবৃতি অনুযায়ী, পরবর্তীতে পরিশোধ ও ফেরত দেয়া হবে এমন বিশেষ রাজস্ব প্রবাহ থেকে আর্থিক সহায়তা দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে জি-৭ সদস্যরা, যা ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের বিচারব্যবস্থায় রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার মাধ্যমে পাওয়া যাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা