১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুদানে এক শহরে নিহত অন্তত ২২০

-

সুদানের এল-ফাশার শহরে লড়াইয়ে ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) নিয়ন্ত্রণের বাইরে দারফুর অঞ্চলের শেষ শহর এটি। একটি মেডিকেল দাতব্য সংস্থা শুক্রবার এ তথ্য জানিয়েছে।
দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বলেছে, এল-ফাশারে লড়াইয়ে কমপক্ষে ২২৬ জন নিহত এবং এক হাজার ৪১৮ জন আহত হয়েছে। সামগ্রিকভাবে মৃতের সংখ্যা অনেক বেশি বলে মনে করা হলেও চলমান বিমান হামলা, গোলাবর্ষণ ও স্থল যুদ্ধের মধ্যে আহতরা চিকিৎসা পায়নি।
এমএসএফের জরুরি কর্মসূচির প্রধান মিশেল-অলিভিয়ের লাচারিট বলেন, ‘এল-ফাশারের পরিস্থিতি বিশৃঙ্খল।’ সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বাধীন আরএসএফের বিরুদ্ধে সুদানের সামরিক বাহিনী প্রায় বছরব্যাপী যুদ্ধ করছে। এ লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এল-ফাশার শহর। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা অঞ্চলে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা শহরে এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে। ১০ মে শহরটিতে তীব্র লড়াই শুরু হয়।


আরো সংবাদ



premium cement