১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিত্রশক্তি প্রদর্শনে কিউবায় রুশ যুদ্ধজাহাজ

-

স্নায়ুযুদ্ধের মিত্র কিউবায় পৌঁছেছে রাশিয়ার যুদ্ধজাহাজ। বহরে রয়েছে একটি পারমাণবিক সাবমেরিনও। রুশ যুদ্ধজাহাজের এ সফরকে দুই দেশের সম্পর্ক জোরদার ও শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। তবে তাতে নজর রাখছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেন যুদ্ধের জের ধরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই বুধবার মার্কিন প্রতিবেশী কিউবায় পৌঁছেছে রুশ নৌবহর। বহরটিতে রয়েছে রাশিয়ার নৌবাহিনীর সবচেয়ে আধুনিক ফ্রিগেট অ্যাডমিরাল গোর্শকভ, পারমাণবিক সাবমেরিন কাজান, একটি উদ্ধারকারী টাগ এবং একটি তেল ট্যাঙ্কার।
চারটি জাহাজের বহর বুধবার সকালে হাভানা বন্দরে প্রবেশ করলে ২১টি গুলি ছুড়ে গান-স্যালুট জানানো হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অ্যাডমিরাল গোর্শকভ ফ্রিগেট এবং কাজান সাবমেরিন উভয়ই হাইপারসনিক মিসাইল জিরকনসহ উন্নত অস্ত্রের বাহক। এর আগে তারা আটলান্টিকে ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছিল।


আরো সংবাদ



premium cement