১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৩ জনের মৃত্যু

-

ভিয়েতনামের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। সোমবার ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগেই এই এলাকায় ভারী বৃষ্টি হয়ে হাজার হাজার বাড়িঘর আংশিকভাবে তলিয়ে গেছে। সংবাদমাধ্যমে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, পাহাড়ি হা গিয়াং প্রদেশের খাড়া রাস্তার নিচ দিয়ে পানি গড়াচ্ছে। বন্যার কারণে অনেক যানবাহন পানিতে ডুবে গেছে। এ ছাড়া এই শহরের বাসিন্দারা ছাদে দাঁড়িয়ে উদ্ধারের অপেক্ষায় আছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ৪০০ বিদেশী পর্যটককে সরিয়ে নেয়া হয়েছে। শনিবার থেকে একটানা বৃষ্টি হচ্ছে। হাজার হাজার ঘরবাড়ি আংশিকভাবে তলিয়ে গেছে। এ ছাড়া অনেক রাস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাদেশিক কর্তৃপক্ষের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, লো নদীর পানির কারণে বন্যা ও ভূমিধস হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ভূমিধসের কারণে চীনের সীমান্তবর্তী তিনটি এলাকায় প্রবেশ করা যাচ্ছে না।
রাষ্ট্র-চালিত ভয়েস অব ভিয়েতনাম জানিয়েছে, বন্যার পানিতে ভেসে বা ভূমিধসে চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। বন্দর শহর হাই ফং ও কোয়াং নিন প্রদেশে মারাত্মক বন্যার খবর পাওয়া গেছে। এখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হা লং বে অবস্থিত। জুন থেকে নভেম্বরের বর্ষায় ভিয়েতনামে বেশ ক্ষতি হয়। গত বছর বন্যা ও ভূমিধসসহ প্রাকৃতিক দুর্যোগে ১৬৯ জন মারা গেছেন। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চরম আবহাওয়া তীব্র হয়ে উঠছে।


আরো সংবাদ



premium cement