১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেনকে মিরেজ যুদ্ধবিমান দেবে ফ্রান্স

-

টানা দুই বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামকি অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ বাহিনীকে হটিয়ে দিতে পশ্চিমারা ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র সহায়তা দিচ্ছে। তবে কেবল অস্ত্রই নয়, পশ্চিমাদের কাছে যুদ্ধবিমানও চায় ইউক্রেন। এমন অবস্থায় ইউক্রেনকে মিরেজ ২০০০ যুদ্ধবিমান দেয়ার কথা ভাবছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নিজেই এ কথা জানিয়েছেন। বৃহস্পতিবার ফরাসি টিভি স্টেশনকে এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ।
তিনি বলেছেন, শুক্রবার ডি-ডে বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ফ্রান্স সফর উপলক্ষে তার সরকার ইউক্রেনকে এই যুদ্ধবিমান সরবরাহের কথা ঘোষণা করবে। অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেননি যে, ফ্রান্স ঠিক কতগুলো মিরেজ যুদ্ধবিমান ইউক্রেনকে দেবে। বা ফ্রান্স এসব যুদ্ধবিমান ঠিক কখন বা কোনো আর্থিক শর্তে কিয়েভকে প্রদান করবে সেটিও তিনি উল্লেখ করেনি। ম্যাক্রোঁ বলেন, ফ্রান্স এই গ্রীষ্ম থেকে ইউক্রেনীয় পাইলটদের ফ্রান্সে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। তিনি আরো বলেন, ফ্রান্স সাড়ে চার হাজার ইউক্রেনীয় সৈন্যকে প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে। সৈন্যদের কোথায় প্রশিক্ষণ দেয়া হবে তা তিনি বলেননি, তবে তিনি বলেন, এই মুহূর্তে ইউক্রেনের ভূখণ্ডে কোনো ফরাসি সামরিক প্রশিক্ষক নেই।
মিরেজ-২০০০ যুদ্ধবিমান হচ্ছে ফ্রান্সের তৈরি মাল্টিরোল সিঙ্গেল ইঞ্জিন চতুর্থ প্রজন্মের ফাইটার জেট। ১৯৭০ দশকের শেষের দিকে লাইটওয়েট ফাইটার হিসেবে মিরেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে বেশ কয়েকটি ‘স্ট্রাইক ভ্যারিয়েন্ট’ তৈরি করা হয়।

 

 


আরো সংবাদ



premium cement