ইসরাইলি চিকিৎসকদের দেশত্যাগের হুমকি
- জেরুসালেম পোস্ট
- ০৫ জুন ২০২৪, ০০:০৫
দীর্ঘ আট মাস ধরে চলা ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ বন্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে সোচ্চার হয়ে উঠেছে সাধারণ মানুষ। এরই মধ্যে অভিনব এক দাবিতে ইসরাইল ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চিকিৎসকরা। বলা হচ্ছে, এ ঘোষণা শুধু অভ্যন্তরীণ অস্থিতিশীলতাই তৈরি করবে না বরং ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলবে। ইসরাইলি চিকিৎসকদের দেশ ছেড়ে যাওয়ার হুমকি মূলত ইহুদি ধর্মের কট্টরপন্থী অংশের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি নিয়ে থাকা একটি আইনকে কেন্দ্র করে।
ইসরাইলের আইন অনুসারে প্রত্যেক নাগরিকের বাধ্যতামূলক সামরিক পরিষেবা দিতে হলেও এ আইনের আওতায় আসেন না হারেদি ইহুদিরা। তারা মূলত ধর্মপালনেই বেশি আগ্রহী হয়ে থাকে। এমনকি এসব ইহুদিরা ইসরাইল রাষ্ট্রেরও বিরোধী। হারেদি গোষ্ঠীর অনুসারীরা মনে করেন, যত দিন না মসিহ আসছেন তত দিন ইহুদিদের জন্য আলাদা কোনো রাষ্ট্রের প্রয়োজন নেই। এ ইহুদিরা ক্ষতি বা রক্তপাতের সমর্থন করে না এবং শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে। তাই তারা গাজা যুদ্ধের বিরোধিতাও করে থাকেন। হারেদি মতাদর্শকে ইসরাইলে বসবাসকারী বেশির ভাগ ইহুদিই ভালো নজরে দেখেন না। সম্প্রতি হারেদি ইহুদিদের ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফে নিয়োগ দেয়া হবে হবে কি না তা নিয়ে ইসরাইলি আদালতে একটি শুনানি চলছে। এ সময় হারেদি ইহুদিদের সেনাবাহিনীতে নেয়া না হলে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন ইসরাইলের চিকিৎসকরা। বিশ্লেষকদের ধারণা, হারেদিদের নিয়ে ইসরাইলি আদালতের রায়ে রাষ্ট্রের মধ্যে বিভেদ চরম আকার ধারণ করতে পারে। ইসরাইলি চিকিৎসকরা মনে করেন, হারেদি ইহুদিরা সেনাবাহিনীতে যোগ না দেয়ায় সমাজে অসমতা তৈরি হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা