১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইরানে খামেনির সাথে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সাথে তার অফিসে সাক্ষাৎ করেন : ইন্টারনেট -

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দেখা করেছেন। ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক (এসএনএন) এ তথ্য জানিয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি শোক প্রকাশ করতে তিনি ইরান সফর করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ইরান এবং সিরিয়ার মধ্যে সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বাশার আল আসাদ ও আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে ২০২২ সালে আসাদ তেহরানে খামেনির সাথে সাক্ষাৎ করেছিলেন। এ দুই নেতার মধ্যে এটিই সর্বশেষ সাক্ষাতকার ছিল।
২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। যুদ্ধের শুরুতে বেকায়দা অবস্থায় থাকলেও পরবর্তীতে ইরান এবং রাশিয়ার সহায়তায় বিদ্রোহীদের দখলে থাকা বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিলেন আসাদ। ফলে মধ্যপ্রাচ্যে বাশার আল আসাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ হলো ইরান।
উল্লেখ্য, ১৯ মে আজারবাইজান সীমান্তের কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ আরো কয়েকজন কর্মকর্তা মারা যান। তাদের মৃত্যুতে সমবেদনা জানাতে ইরানে যান আসাদ।

 


আরো সংবাদ



premium cement