১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খারকিভের উত্তরে আরো সেনা জড়ো করছে রাশিয়া

-

ইউক্রেনের খারকিভের উত্তরে আরো সেনা জড়ো করছে রাশিয়া। চলতি মাসে সেখানে বড় ধরনের হামলা চালিয়েছিল রুশ বাহিনী। তবে অঞ্চলটিতে একটি বড় ধরনের অগ্রগতির জন্য তাদের আরো সেনা প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের শীর্ষ কমান্ডার।
ইউক্রেন বলছে, খারকিভ অঞ্চলের উত্তর-পূর্বের সম্মুখভাগের পরিস্থিতি স্থিতিশীল করতে সক্ষম হয়েছে ইউক্রেনের সেনারা। ১০ মে একটি আন্তঃসীমান্ত হামলা শুরু করেছিল রুশ বাহিনী। ইউক্রেন যুদ্ধের ২৭ মাসের মাথায় করা এ হামলা যুদ্ধক্ষেত্রে একটি নতুন সম্মুখভাগ তৈরি করেছিল এবং কিয়েভকে পূর্বাঞ্চল থেকে সেনা সরিয়ে উত্তরাঞ্চলে মোতায়েন করতে বাধ্য করেছিল।
কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেছেন, খারকিভ অঞ্চলের উত্তরে দুটি প্রধান লাইনে হামলা করার জন্য অন্যান্য অঞ্চল থেকে অতিরিক্ত রেজিমেন্ট ও ব্রিগেড মোতায়েন অব্যাহত রেখেছে রাশিয়া। একইসাথে প্রশিক্ষণকেন্দ্র থেকেও সেনাদের মোতায়েন করছে দেশটি।


আরো সংবাদ



premium cement