রাশিয়া-ইউক্রেন শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে চীন : ল্যাভরভ
- রয়টার্স
- ৩১ মে ২০২৪, ০০:০৫
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে রাশিয়া ও ইউক্রেন। লড়াই শুরুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এবং হাজারও মানুষের প্রাণহানি ঘটলেও সঙ্ঘাত অবসানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমন অবস্থায় চীন রাশিয়া-ইউক্রেন শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সঙ্কট সমাধানে সঙ্ঘাতের মূল কারণগুলো সমাধান করা দরকার বলেও জানান তিনি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে উদ্ধৃত করে বার্তাসংস্থা আরআইএ বলেছে, চীন একটি শান্তি সম্মেলনের ব্যবস্থা করতে পারে যেখানে রাশিয়া এবং ইউক্রেন অংশ নেবে। ল্যাভরভ বলেন, এ ধরনের পদক্ষেপ হবে ইউক্রেনের সঙ্কট সমাধানে বেইজিংয়ের চলমান প্রচেষ্টারই ধারাবাহিকতা।
বার্তাসংস্থাটির সাথে এক সাক্ষাৎকার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, ‘আমরা (চীনের) অবস্থানের সাথে একমত যে, সঙ্ঘাতের মূল কারণগুলোকেই প্রথমে সমাধান করতে হবে এবং পরে চুক্তির সময় সমান এবং অবিভাজ্য নিরাপত্তা নীতির ভিত্তিতে সব পক্ষের বৈধ স্বার্থকে রক্ষা করতে হবে।’ তিনি বলেন, ‘আমাকে আবার উল্লেখ করতে দিন, বাস্তবতাকে মেনে নিয়ে এগোতে হবে, যা সেখানে বসবাসকারী মানুষের ইচ্ছাকে প্রতিফলিত করে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা