১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসায় খামেনি

-

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গাজায় ইসরাইলের আক্রমণে প্রাণহানির ঘটনার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রশংসা করেছেন। গতকাল বৃহস্পতিবার ইরানের এই নেতার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে মার্কিন শিক্ষার্থীদের প্রশংসা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যজুড়ে তেহরান-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিরোধ সংগঠনের কথা উল্লেখ করে খামেনি বলেন, ‘আপনারা প্রতিরোধ ফ্রন্টের একটি শাখা গঠন করেছেন।’ বিবৃতিতে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, ইতিহাসের পাতা যখন উল্টে যাচ্ছে, তখন আপনারা এর ডান প্রান্তে দাঁড়িয়ে আছেন।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। পরে পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়।


আরো সংবাদ



premium cement