১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিজোরামে প্রবল বর্ষণে পাথরখনি ধসে ১০ জনের মৃত্যু

-

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে প্রবল বর্ষণের মধ্যে পাথর খনি ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আরো বহু মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। মিজোরামের রাজধানী আইজলে মঙ্গলবার সকালে পাথর খনি ধসের এ ঘটনা ঘটে। পাথর খনিটি ধসে নিচের বেশ কয়েকটি বাড়ি-ঘরের ওপর পড়লে সেগুলো সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে যায়। পুলিশ বলেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে ১০টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা সবাই খনি শ্রমিক। তাদের মধ্যে তিনজন মিজোরামের বাসিন্দা নন।
একটি শিশুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। উদ্ধার কর্মকর্তারা বলেন, পাথরের নিচে চাপা পড়াদের উদ্ধারে সেখানে উদ্ধার অভিযান চলছে। কিন্তু ওই এলাকায় এখনো ‘ঘন বৃষ্টি এবং ভূমিধস হচ্ছে’। এজন্য উদ্ধার অভিযান ঠিকমতো পরিচালনা করা যাচ্ছে না। গত রোববার রাতে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। ঝড়ের প্রভাবে সোমবার পশ্চিমবঙ্গ রাজ্যে ছয় জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।


আরো সংবাদ



premium cement