১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্র সরকারের ঋণ ৩৪ ট্রিলিয়ন ডলার

-

বিশ্ব অর্থনীতির জন্য বিরাট ঝুঁকি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান ঋণের বোঝা। বর্তমানে দেশটির সরকারি ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৩৪ ট্রিলিয়ন ডলার, যা বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলেছে।
জাতীয় ঋণসীমা বৃদ্ধি নিয়ে গত বছর যুক্তরাষ্ট্রে রীতিমতো অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। কোনো রকমে তা থেকে উতরে গেলেও শঙ্কা দূর হয়নি। বরং দেশটির অর্থনীতি এখনো চরম বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ বছরেও অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। সমস্যা হচ্ছে, দেশটির অর্থনীতিতে যেকোনো ধরনের বিপর্যয় দেখা দিলে তার পুরো প্রভাব পড়বে ডলারের ওপর। আর এতে ক্ষতিগ্রস্ত হবে ডলারের ওপর নির্ভরশীল পুরো বিশ্বের অর্থনীতি।
বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, কোভিড মহামারীর সময় যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের পরিমাণ অনেকখানি বেড়ে যায়। কারণ সে সময় অর্থনৈতিক ক্ষতি মেটাতে বিপুল পরিমাণ প্রণোদনা দেয়া হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ইউক্রেন ও ইসরাইলের যুদ্ধে যুক্ত হয়ে সেখানে বিপুল পরিমাণ খরচ করছে বাইডেন প্রশাসন। এ ছাড়া ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের জের তো রয়েছেই।


আরো সংবাদ



premium cement