মুক্তবাণিজ্য এগিয়ে নেয়ার শপথ চীন জাপান-দ. কোরিয়ার
- নিক্কেই এশিয়া
- ২৮ মে ২০২৪, ০০:০০
মুক্তবাণিজ্য এগিয়ে নেয়া, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিজ নিজ অর্থনীতি শক্তিশালী করার উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা। এ ছাড়া কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি নিয়ে কাজ করতেও সম্মত হয়েছেন তারা।
দীর্ঘ চার বছর পর আবার এক মঞ্চে বসেছিলেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতারা। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চীনা প্রধানমন্ত্রী লি শ্যাং, জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বৈঠকে বসেন। এর আগে ২০১৯ সালের শেষ দিকে এই তিন দেশের শীর্ষস্থানীয় নেতারা চীনের চেংদুতে বৈবঠকে বসেছিলেন।
শীর্ষ সম্মেলনের পরে প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে জানানো হয়, তিন নেতা নিয়মিতভাবে এই ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন ও মন্ত্রী পর্যায়ের বৈবঠকের মাধ্যমে ত্রিমুখী সহযোগিতার ‘প্রাতিষ্ঠানিকীকরণ’ করতে সম্মত হয়েছেন। তারা বলেছেন, ত্রিপক্ষীয় বৈবঠকের পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হবে জাপানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা