১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রাম্পকে ভোট দেবেন নিকি হ্যালি

-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমে হেরে যাওয়া নিকি হ্যালি জানিয়েছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। দলীয় প্রার্থী হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় এই ট্রাম্পের সাথেই কয়েক মাস ধরে তীব্র বাগযুদ্ধে জড়িয়ে ছিলেন হ্যালি, করেছেন তীব্র সমালোচনা; তারপর ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে পিছিয়ে পড়ে মার্চে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান তিনি।
তারপর থেকে ৫ নভেম্বরের নির্বাচনে হ্যালির সমর্থকরা কাকে ভোট দেবেন, ট্রাম্পকে না ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনকে, তা নিয়ে ব্যাপক জল্পনা চলছিল। অবশেষ বুধবার হ্যালি জানালেন, তিনি সাবেক প্রতিদ্বন্দ্বী ও সাবেক বস ট্রাম্পকেই ভোট দেবেন। তবে হ্যালি নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ালেও রিপাবলিকান দলীয় প্রাইমারিগুলোর ব্যালটে তার নাম রয়ে গেছে। প্রচারণায় না থাকলেও তিনি নিয়মিতভাবে ১০ শতাংশেরও বেশি ভোট পেয়েই চলছেন।


আরো সংবাদ



premium cement